মেয়েদের ফুটবল লীগের খেলোয়াড় দল বদল শুরু হবে রোববার। ডিসেম্বরের শেষ দিকে লীগ শুরুর কথা ।
সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে লীগ মাঠে গড়িয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন একাডেমি। ক্লাবগুলোর অনীহা, আর্থিক সংকটসহ নানা কারণে গত মৌসুমে লীগ মাঠে গড়ায়নি। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) বাফুফে ভবনে ক্লাবগুলোর সঙ্গে বসেছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি জানান, দল বদল শুরুর দিনক্ষণ।
১৪ ডিসেম্বর (রোববার) থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আমাদের দল বদল এই ১৩ দিন। আগামী ২৯ ডিসেম্বর থেকে লীগ শুরু হবে। লীগ শেষ হবে ৩১ জানুয়ারি।
প্রতিটি দল চার জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন। এদের মধ্যে ম্যাচে একসঙ্গে খেলতে পারবেন তিন জন করে।
একটি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন এবং সর্বনিম্ন ২৩ জন নিবন্ধন করতে পারবে। প্রত্যেক দলে চার জন অনূর্ধ্ব-১৭ এবং সর্বনিম্ন চার জন অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড় থাকতে হবে।



