তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত আড়াইটায় কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। তিন দিনের ভারত সফরে কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন মেসি।
মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় পৌঁছান মেসি। কলকাতায় পা রাখতেই মেসিকে ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা যায়। বিশ্ব ফুটবলের এ আইকনকে এক ঝলক দেখার জন্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় জমান সমর্থকরা। এসময় মেসির নামে স্লোগান ও আর্জেন্টিনার পতাকা নাড়েন ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে।
কলকাতার হোটেলেই দেখা হয়েছে মেসি এবং বলিউড তারকা শাহরুখ খানের। বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন তিনি।
সফরের প্রথম দিন সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেন মেসি। ম্যাচ দিয়ে কলকাতার সূচি শেষ হবে মেসির।
ভারত সফরে এসে ইতোমধ্যে কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করেছেন মেসি। হোটেল থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার লেক টাউনে নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।
এসময় মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপল এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নির্মিত লোহার ভাস্কর্যে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় মেসিকে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মারক হিসেবে এ ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমকে সুজিত বসু জানান, ‘এ বিশাল ভাস্কর্যটি রেকর্ড ৪০ দিনে তৈরি করা হয়েছে। এটি একটি বিশাল ভাস্কর্য, উচ্চতা ৭০ ফুট। বিশ্বে মেসির এত বড় আর কোনো ভাস্কর্য নেই।’
ভারতে আসার আগে এক বিবৃতিতে মেসি বলেছিলেন, ‘ভারত একটি বিশেষ দেশ এবং সেখানে ১৪ বছর আগের আমার ভালো স্মৃতি আছে। সেখানে ভক্তরাও দুর্দান্ত ছিল। ভারত একটি ফুটবলপ্রেমি জাতি এবং নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে আমি দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
মূল উদ্যোক্তা গ্রেপ্তার
লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চরম বিশৃঙ্খলার পর কলকাতা পুলিশের ডিজি জানান, প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে। আয়োজকদের গলদ রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। দর্শকদের টাকা ফেরত দেয়া উচিত। নইলে আইনি ব্যবস্থা নেয়া হবে। শেষ পর্যন্ত খবর, মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশৃঙ্খলা নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি বলেন, ‘মেসি খেলছেন না শুনে ভক্তদের মধ্যে ক্ষোভ বা উদ্বেগ দেখা দিয়েছিল। আয়োজকদেক পরিকল্পনা ছিল যে তিনি এখানে আসবেন, হাত নাড়বেন, নির্দিষ্ট কিছু লোকের সঙ্গে দেখা করবেন এবং চলে যাবেন। এখন সরকার ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছে, যা আয়োজকদের পক্ষ থেকে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা বা অন্য কোনো কিছু ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আয়োজকদের লিখিত অবস্থায় জানাতে হবে যে টিকেটের মূল্য ফেরত দেয়া হবে। নইলে আইনি ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতোমধ্যেই উদ্যোক্তাকে আটক করেছি।’
শেষ খবর পাওয়া পর্যন্ত গোট ইন্ডিয়া ট্যুরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটকের পর গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



