শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরখেলাটি-২০তে ৭ রানে ৮ উইকেট

টি-২০তে ৭ রানে ৮ উইকেট

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশ ৮ উইকেট নিয়েছেন, মাত্র ৭ রান দিয়ে। শুক্রবার,(২৬ ডিসেম্বর ২০২৫) গেলেফু ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং নেয় মায়ানমার। ভুটান নামগাং চেজায়ের ৫০ রানে ৯ উইকেটে ১২৭ রান করে।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে অলআউট হয় মায়ানমার। তৃতীয় ওভারে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম। বাঁহাতি স্পিনার তার দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নেন। শেষ দুই ওভারে তার জোড়া আঘাত। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রানে আট উইকেট নেন সোনাম। মায়ানমারের পক্ষে দুই ওপেনার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৮২ রানের জয় পায় ভুটান।

সম্প্রতি

আরও খবর