শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমমতামতসম্পাদকীয়হাদির ওপর হামলা : সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নিন

হাদির ওপর হামলা : সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নিন

সম্পর্কিত সংবাদ

পাঠ্যবই সংকটের পুরোনো রোগ

সেতু আছে, সংযোগ সড়ক নেই

শীতে বিপর্যস্ত জনপদ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নিয়মিত জনসংযোগ করছিলেন। তফসিল ঘোষণার পরদিন জনসংযোগ শেষ করে সহকর্মীদের সঙ্গে যাওয়ার পথে চলন্ত রিকশায় তাকে গুলি করা হয়। প্রশ্ন হলো, যখন নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার থাকার কথা, তখন এমন হামলা কীভাবে সম্ভব হলো?

এর আগেও নির্বাচনী এলাকায় প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রসঙ্গক্রমে চট্টগ্রাম-৮ ও পাবনা-৪ আসনে সহিংসতার ঘটনার কথা বলা যায়। এ ধরনের ঘটনা নির্বাচনের জন্য ভালো লক্ষণ নয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও প্রস্তুতিতে ঘাটতি আছে কিনা সেই প্রশ্ন উঠেছে। কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর যেসব সন্ত্রাসী কারাগার থেকে ছাড়া পেয়েছে বা আত্মগোপনে আছে, তাদের ধরতে না পারা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

হাদির ওপর হামলা একটি বড় সতর্কবার্তা। এখনই যদি অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় না হয়, তাহলে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। শুধু প্রার্থী নয়, ভোটারদের নিরাপত্তাও তখন প্রশ্নের মুখে পড়বে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই সহিংসতা পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার পেছনে কারা আছে, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে-তা নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করা জরুরি। কাউকে যেন দায় এড়ানোর সুযোগ দেওয়া না হয়। আবার কাউকে বলির পাঁঠাও বানানো না হয় সেটা কঠোরভাবে নিশ্চিত করা দরকার।

সম্প্রতি

আরও খবর