সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরীকৃত আবাসন প্রকল্প আজিমপুর সরকারি কলোনি। অত্যন্ত মনোরম পরিবেশ ও সুসজ্জায় সজ্জিত। সেখানে রয়েছে সুউচ্চ বহুতল ভবন, খেলার মাঠ, পুকুরসহ বিনোদনের জায়গা। এমন পরিবেশে যে কারোরই মন জুড়িয়ে যাবে। সন্ধ্যা হলেই আড্ডাপ্রেমীদের আড্ডা জমে সেখানে। তবুও নানাবিধ সুবিধার মধ্যেও কিছু অসুবিধা থেকেই যায়। সেখানে নেই কোনো মশক নিধন কার্যক্রম। মশার যন্ত্রণায় দুদন্ড বসে থাকার উপায় নেই।
অপরদিকে সেখানে নেই পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন। ফলে সকলে যত্রতত্র ছুঁড়ে ফেলছে ময়লা আবর্জনা। কলোনির পুকুরগুলোতে ভাসতে দেখা যায় পলিথিনসহ অন্যান্য দূষিত পদার্থ। ফলে পুকুরগুলো তৈরি হয়েছে মশা তৈরির কারখানায়। ভারী বর্ষণে কিছু জায়গাতে পানিও জমে থাকতে দেখা যায়। পরিবেশ দূষণের পাশাপাশি দিনে দিনে নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে কলোনিটি। কলোনির পরিবেশ রক্ষায় সেখানে বসবাসরত ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
নাফিজ-উর-রহমান



