সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন পত্রিকার পাতায় নতুন নতুন ডেঙ্গু আক্রান্তের খবর প্রকাশিত হচ্ছে। কেউ হারাচ্ছেন প্রিয়জনকে, কেউ আবার লড়ছেন মৃত্যুর সঙ্গে। একসময় যে মশাকে তুচ্ছ মনে করা হতো, এখন সেই মশাই যেন পরিণত হয়েছে মৃত্যুদূতে। যা আমাদের দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতনতা। প্রতিটি নাগরিক যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তবে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। আমাদের বাসা-বাড়ি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, প্লাস্টিক বোতল, ডাবের খোসা, চায়ের পাত্র বা ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা জরুরি। সবাইকে ফুলহাতা পোশাক পরতে হবে।
সরকার ও স্থানীয় প্রশাসনের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে মশা নিধন কর্মসূচি জোরদার করতে হবে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত সচেতনতা প্রচার চালানো প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের একার পক্ষে এই মহামারি মোকাবিলা করা সম্ভব নয়। তাই প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন, দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একসঙ্গে কাজ করলেই কেবল এই ভয়াবহ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
তানভীর রহমান



