রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম হলো চিকিৎসা সেবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথার্যথ চিকিৎসা সেবা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীরা ব্যঙ্গ করে এটির নাম দিয়েছে ‘নাপা সেন্টার’ কারণ এখানে সাধারণ জ্বর-সর্দির চিকিৎসা ছাড়া গুরুতর কোনো রোগের চিকিৎসা পাওয়া যায় না। এমনকি জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগীকে দেওয়ার মতো অক্সিজেনও থাকে না। রোগ গুরতর হলেই চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার করে দেন।
আর কত শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেলে প্রশাসনের টনক নড়বে? দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবায় এতো গাফিলতি সত্যি হতাশাজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নাপা সেন্টারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়ন করে অবিলম্বে আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দিয়ে একটি পুর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্রে রুপান্তর করতে হবে।
তারেক জামিল সরকার
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।



