সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিকোথায় হারালো বাবুই পাখি ও তাদের বাসা

কোথায় হারালো বাবুই পাখি ও তাদের বাসা

সম্পর্কিত সংবাদ

গ্রামবাংলার মেঠো পথ, ফসলের ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতেই চোখে পড়তো সারি সারি তালগাছ। আর সেই তাল গাছের পাতার ফাঁকে নিপুণ হাতে বোনা বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা ছিল এক চিরচেনা ছবি। যে ছবি প্রত্যেক প্রকৃতিপ্রেমীকে নিদারুণ আনন্দ জোগাতো, মনে প্রশান্তি আর আকাঙ্খা-উদ্দিপনায় সাবলম্বী হয়ে উঠার দারুণ উৎসাহ দেখাতো মানুষের মাঝে। বলা হয়ে থাকে শিল্পী পাখি বাবুই। প্রকৃতির নিপুণ কারিগর খ্যাত বাবুই পাখি এখন আর আগের মতো দেখা যায় না। বাবুই পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। পাখিটির সরস গুণাবলীর মধ্যে তার অন্যতম একটি গুণ সে নিপুণভাবে বাসা বাঁধতে পারে। সব পাখিদের মধ্যে বাসা তৈরিতে শ্রেষ্ঠ এই পাখিটি।

সময়ের ব্যবধানে হারিয়ে যেতে বসেছে শিল্পের নিপুণ কারিগর খ্যাত বাবুই পাখি। আমরা হারাচ্ছি তার সুদর্শন বাসাও। এসব বাসা শুধু শৈল্পিক নিদর্শনই ছিলনা, ছিল মানুষের মনে নানা চিন্তার খোরাক। পাশাপাশি বাবুই পাখি আত্মনির্ভরশীল হতে উৎসাহ যোগাত। একই সাথে এ পাখি যেমন শিল্পী তেমন ঘুম জাগানিয়া। চমৎকার শৈল্পিক সুরে মানুষের ঘুম ভাঙ্গাতো। কালের বিবর্তনে ও পরিবেশ বিপর্যয়ের ফলে আজ বিলুপ্তির পথে বাবুই পাখি।

বাবুই পাখিরা প্রকৃতি থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে তা দিয়ে শৈল্পিকতার নিপুণ ছোঁয়ায় বাসা বাঁধে। তালগাছের সরু ও লম্বা পাতা, খেজুর পাতা, নরম খড় এবং ছোন পাতা তাদের প্রধান উপকরণ। লম্বা ও সূক্ষ্ম এই পাতাগুলোকে তারা অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করে একটি ঝুলন্ত বাসা তৈরি করে, যা দেখতে অনেকটা উল্টানো কলসের মতো। এদের বাসা এতটাই মজবুত হয় যে ঝড়ো বাতাস বা ভারী বৃষ্টিতেও সহজে তা ক্ষতিগ্রস্ত হয় না। এই শৈল্পিক নির্মাণশৈলী সত্যিই প্রশংসার যোগ্য। তাদের এমন দক্ষতা আর পারদর্শীতার জন্য লোকমুখে দারুণ সুনাম আছে। প্রকৃতির এই সৃষ্টির এমন সরস গুণ যেন অন্যান্য পাখি থেকে বাবুই পাখিকে আলাদা করেছে। সর্বোপরি বলা চলে, বাবুই পাখির সংখ্যা কমে যাওয়া শুধু একটি প্রজাতির বিলুপ্তি নয়, এটি সামগ্রিক জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রকৃতির এই ভারসাম্য বজায় রাখতে এবং বাবুই পাখিদের টিকিয়ে রাখতে তালগাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। সরকারি ও বেসরকারি পর্যায়ে তালগাছ রোপণ কর্মসূচী গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। বাবুই পাখির এই বাসা তৈরি শুধু তাদের টিকে থাকার লড়াই নয়, এটি গ্রামীণ বাংলার এক ঐতিহ্যবাহী প্রতিচ্ছবি। এই ছোট পাখির বুননশৈলী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার বিস্ময় এবং জীববৈচিত্র্যের গুরুত্ব।

তৌহিদ-উল বারী

সম্প্রতি

আরও খবর