ফেনী শহরের দেওয়ানগঞ্জ এলাকার ময়লার ভাগাড় এখন এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের রূপ নিয়েছে। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ বর্জ্য এসে এখানে জমা হচ্ছে। চারপাশে তীব্র দুর্গন্ধ, মশা-মাছির উৎপাত ও দূষিত পানির কারণে আশপাশের মানুষ আজ ভোগান্তিতে নিপতিত। বর্ষায় ভাগাড়ের নোংরা পানি আশেপাশের খাল-বিলে গড়িয়ে পড়ে ফসলের ক্ষতি করছে, আর শুষ্ক মৌসুমে বাতাসে ছড়িয়ে পড়ছে নানা জীবাণু।
প্রতিদিন ময়লার স্তূপ আকাশ ছোঁয়ার পথে, অথচ পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ তেমন দেখা যাচ্ছে না। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার বা স্যানিটারি ল্যান্ডফিলÑকোনোটিরই বাস্তবায়ন হয়নি এখনো। এতে শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্য ও জনস্বাস্থ্যও মারাত্মক হুমকির মুখে পড়েছে। এখনই সময় ফেনী পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ নেওয়ার। বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি চালু এবং নিরাপদ ল্যান্ডফিল স্থাপন জরুরি। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবেÑযত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।
অন্যথায় অচিরেই ফেনী “সবুজের শহর” নয়, বরং “দূষণের নগরী” হিসেবে পরিচিত হবেÑএকটি আকাশছোঁয়া ময়লার পাহাড়ের শহর হিসেবে।
মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজে



