শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিকৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

সম্পর্কিত সংবাদ

কৃষক-একটি শব্দ, যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের আবেগ, অনুভূতি ও জীবনের বাস্তবতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। পৃথিবীর প্রতিটি মানুষ একে অপরের ওপর নির্ভরশীল হলেও আমরা কৃষকের ওপর আরও বেশি নির্ভরশীল। ইকোসিস্টেমে কোনো প্রজাতি কমে গেলে যেমন ভারসাম্য নষ্ট হয়, তেমনি আমার মনে হয়-কৃষক হারিয়ে গেলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ইকোসিস্টেমও ভেঙে পড়বে।

আমরা শহরে বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করি, আর কৃষক বৃষ্টি উপভোগ করেন তার ফসলের পাশেই দাঁড়িয়ে। প্রতিটি কৃষক তার ফসলকে সন্তানের মতো যত্নে বড় করেন। কিন্তু সেই ফসল বাজারে তুলতেই অনেক সময় বুকভরা হতাশা নেমে আসে। মূল্য কম থাকায় অনেক কৃষক ফসল বাজারে না বিক্রি করে ফেরত নিয়ে আসেন। বহু সময় দেখা যায়-কৃষকের বিনিয়োগ করা অর্থ, পরিশ্রম ও শ্রম ফসল বিক্রি করে আর ফেরত পাওয়া যায় না। ফলে দিনের পর দিন কৃষকের কৃষিকাজে আগ্রহ কমে যাচ্ছে।

কৃষিপ্রধান দেশের মানুষ হিসেবে আমাদের কৃষিকে টিকিয়ে রাখতেই হবে। আমরা সবাই চাই হাতে হাত রেখে বাঁচতে, মুক্ত আকাশে স্বস্তির শ্বাস নিতে। তাই কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বাপ্পি হোসেন

সম্প্রতি

আরও খবর