শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিপবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারে আইন বইয়ের সংকট

পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারে আইন বইয়ের সংকট

সম্পর্কিত সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে প্রতি বছর আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা পাশ করে দেশের বিভিন্ন ক্ষেত্রে আইন সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে যারা আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখবে, তাদের পড়াশোনার প্রধান ভরসা হলো পাঠ্যবই ও রেফারেন্স বই। অথচ বাস্তবতা হলো, পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে আইন ও ভূমি প্রশাসন অনুষদের জন্য আইনের বইয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই।এই অনুষদের পড়াশোনা সম্পূর্ণভাবে বইনির্ভর। প্রতিটি কোর্সেই একাধিক বই পড়া জরুরি। কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগারে অনেক কোর্সের বই এখনো নেই। যেগুলো আছে, তার বড় একটি অংশ পুরোনো সংস্করণের। আইন যেহেতু সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, তাই হালনাগাদ এডিশনের বই পড়া অত্যন্ত প্রয়োজন। এ ছাড়া যেসব বই রয়েছে, সেগুলোর সংখ্যাও অত্যন্ত সীমিত।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্রত্যাশা আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত সংখ্যক ও হালনাগাদ আইনের বই দ্রুত সংযোজন করা হোক। এতে পবিপ্রবি থেকে দক্ষ ও সচেতন আইন শিক্ষার্থী তৈরির পথ আরও সুগম হবে।

রিফাত রহমান

শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন অনুষদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সম্প্রতি

আরও খবর